The parable of Pipeline By Burke Hedges Part-1 | Bangla Nonfiction Book Summary by Shemanto Sharkar
লেখকের উল্লেখ করা বিশেষ বিশেষ টার্মগুলোর অর্থ ঠিক রাখতে তা ইংরেজিতেই লিখা হয়েছে,যাতে আমরা ভালোভাবে টার্মগুলো বুঝতে পারি।
At a Glance:
Part-1
part-2
part-3
The Story of Two Cousins Publo & Bruno
এক ইতালিয়ান গ্রামে দুইজন কাজিন ছিল। তাদের নাম পাবলো এবং ব্রুনো । তারা দুজনেই পরিশ্রমী ছিল এবং জীবন ভালো কিছু করার জন্য অপরচুনিটি খুঁজছিল। একদিন তারা সেই অপরচুনিটি পেয়েও গেল।
তাদের গ্রামে দুজন লোক প্রয়োজন ছিল যারা পাশের নদী থেকে বালতি ভরে পানি এনে গ্রামে লোকদেরকে সাপ্লাই দিতে পারবে আর এই কাজের জন্য প্রতিটি বালতির জন্য এক পেনি করে দেয়া হচ্ছিল।
দুই জনই এই সুযোগ কাজে লাগাতে চাইলো। তারা ওই কাজের জন্য এপ্লাই করলো এবং তাদেরকে নির্বাচনও করা হলো পানি আনার জন্য। ব্রুনো খুবই খুশি হল, সে ভাবলো এবার তার স্বপ্ন পূরণ হতে চলেছে কিন্তু পাবলো যদিও কিছুটা কনফিউজড এই বিষয়টা নিয়ে তবে তারা কাজ শুরু করলো।
বালতি ভরা পানি নিয়ে যাওয়ার সময় ব্রুনো এবং পাবলোর হাতে প্রচন্ড ব্যথা করতো। তাই পাবলো চিন্তা করতে শরু করলো অন্য আর কি কি উপায় আছে কাজটা সহজভাবে করার এবং চিন্তা করতে করতে সে একটা দারুন উপায় পেয়ে গেল।
সে ব্রুনোকে বলল, “ভাই আমার কাছে একটা দারুন আইডিয়া আছে, কেননা আমরা প্রতিদিন বালতি না টেনে একটা পাইপ লাইন তৈরি করি নদী থেকে আমাদের গ্রাম পর্যন্ত। তাহলে প্রতিদিন কষ্ট করার চাইতে আমরা সহজেই পাইপ লাইনের মাধ্যমে পানি পেতে পারব।”
ব্রুনোর এই আইডিয়ার প্রতি তেমন একটা আগ্রহ দেখাল না। কারণ বালতি টেনেই সে তৎক্ষণাৎ টাকা (Instant Money) পেয়ে যেত।
কিন্তু পাবলো আস্তে আস্তে তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিল। সে অর্ধেক দিন পাইপলাইন তৈরির কাজ করতো আর বাকি দিন বালতি ভরে পানি নিয়ে যেত।
এতে তার ইনকাম অনেক কম হত।সে জানতো কাজটা খুবই কঠিন। পাইপলাইন তৈরি হতে ১-২ বছর লেগে যেতে পারে কিন্তু তার নিজের আইডিয়ার প্রতি বিশ্বাস ছিল। তাই পাবলো তার কাজ করে যেতে থাকলো।
এরই মাঝে গ্রামের মানুষেরা পাবলো কে নিয়ে হাসি-ঠাট্টা শুরু করলো। কারণ ১-২ মাসে তেমন কোনো কাজ এগুলো না।তার ইনকামও কম ছিল । সবাই তাকে মজা করে “Pablo, The Pipeline Man” নামে ডাকতে শুরু করলো
অন্যদিকে ব্রুনো এতদিনে তার ইনকাম ডাবল করে ফেলেছে। সে এরই মাঝে একটা বড় বাড়ি কিনলো, তার লাইফস্টাইল সম্পূর্ণ পাল্টে গেছে। সে এখন চাইলেই তার পছন্দের নতুন নতুন জিনিস কিনতে পারতো। আর গ্রামের সবাই তাকে সম্মান করে এখন “Mr. Bruno” নামে ডাকা শুরু করলো।
যখন ব্রুনো ছুটির দিনে মজা করতো, কোথাও ঘুরতে যেতো, তখনও পাবলো তার স্বপ্নের পাইপলাইনের কাজ করতে থাকলো।সে জানতো তার কাজটা কঠিন, তাই সে নিজেই নিজেকে বারবার রিমান্ডার দিতো, আজকের কষ্টের জন্যই আগামীকাল তার স্বপ্ন পূরণ হবে।
সে জানতো Short Term Pain is Long Term Gain। তাই সে দিনের পর দিন তার পাইপলাইনের কাজ করতে থাকলো। আর এভাবেই কয়েক মাস পর তার অর্ধেক পাইপলাইনের কাজ হয়ে গেল।
এবার পাবলোকে পানি আনার জন্য কেবল অর্ধেক পথই যেতে হতো।এখন সে অনেকটা বেশি সময় পেত তার পাইপলাইনের কাজ করার।
অন্যদিকে প্রতিদিন ভারী বালতি বহন করার কারণে ব্রুনো দেখলো তার শরীর দিনদিন দুর্বল হতে শুরু করেছে। সে আর আগের মত পানি আনতে পারত না।তার ইনকামও কমতে শরু করলো। আর এখন গ্রামের সবাই তাকে “Bruno, the bucket man” নামে ডাকা শুরু করলো।
আর এভাবেই মাস যেতে লাগল, পাবলো তার পাইপলাইনের কাজ করতে লাগল আর দেখতে দেখতে কয়েক বছরের মাঝে পাবলো তার সম্পূর্ণ পাইপলাইনের কাজ কমপ্লিট করে ফেলল।
এখন প্রতিদিন কোন বালতি না টেনেই সে ফ্রেশ পানি গ্রামের লোকদের দিতে পারতো। তার পাইপলাইনের কারণে সে প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করলো। এখন পরিস্থিতি এমন হলো যে পাবলো যখন ঘুমাতো বা ঘুরতে যেতো তখনও সে উপার্জন করতে পারতো।
অন্যদিকে পাইপলাইন এসে পড়ায় Bruno,the Bucket Man এখন সম্পূর্ণ বেকার হয়ে গেল।
গ্রামের সবাই তাদের প্রয়োজনের সবটুকু পানিই পাবলোর পাইপলাইন থেকে পেয়ে যেত, তাও ২৪ ঘন্টা,সপ্তাহে ৭ দিনই।
গল্পের এই পর্যায়ে এসে আপনি নিজেকে প্রশ্ন করুন,
---- “আপনি কি বাকেট ক্যারিয়ার(Bucket Carrier) নাকি পাইপলাইন বিল্ডার(PipeLine Builder)?
----আপনার কি টাকা উপার্জনের জন্য ব্রুনোর এর মত প্রতিদিন কাজে যেতে হয়?
----নাকি আপনি পাবলোর মত কিছু সময়ের জন্য কঠিন আর পরিশ্রমের কাজ করতে চাইবেন যাতে আপনি যখন ঘুমাবেন তখনও আপনার ইনকাম হতে থাকে?
Bucket Carrying World
এই বাকেট ক্যারিং ওয়ার্ল্ডে আমাদের শেখানো হয়, “অধিক উপার্জন করার জন্য অধিক পরিশ্রম করতে হবে, অধিক বালতি বহন করতে হবে, ”- যা একদমই ঠিক না!লেখক বলেন,”যদি আপনি নিজেকে ধনী(Rich) দেখাতে চান তবে আপনার ইনকামের পুরোটাই খরচ করে ফেলুন দামী গাড়ি,বাড়ি বা বাহ্যিক জিনিসগুলোতে এবং আপনি দেখবেন অন্যরা আপনাকে ধনী ভাবতে শুরু করবে।
কিন্তু আপনি যদি চান Wealthy (Not Rich!) হতে আর ফাইনান্সিয়াল ফ্রিডম (Financial Freedom) তবে আপনাকে আজই ইনকাম সেভ করা শুরু করতে হবে। Wealth হচ্ছে ওই টাকা বা সম্পদ যা কখনই খরচ করা হয় না অর্থাৎ যা আপনাকে ফাইনান্সিয়াল সিকিউরিটি(Financial Security) দেয়।
একজনকে দেখে আপনি হয়তো অনুমান করতে পারবেন সে Rich কিনা কিন্তু আপনি কখনোই অনুমান করতে পারবেনা সে Wealthy কিনা। কারণ Wealth মানুষের চোখের আড়ালে লুকানো থাকে।
Health এবং Wealth এমন দুই বিষয় যাতে আপনার আগ্রহ থাকুক বা না থাকুক এর প্রভাব আপনার জীবনে পড়বেই পড়বে।
হেলথ প্রবলেম এর জন্য আমাদের কাছে অনেক সমাধান আছে। আধুনিক বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে, অনেক রোগের চিকিৎসা এখন আমাদের কাছে আছে। শরীরের জন্য কোনটা ঠিক, কোনটা ভুল তা বুঝানোর জন্য আমাদের কাছে ডাক্তার আছে।
কিন্তু Wealth Problem এর জন্য?
মানুষ এখনো ঠিক ভাবে জানে না তার টাকা নিয়ে কি করা উচিত। আমরা এখনো বুঝি না টাকা কিভাবে কাজ করে।মানুষ এখনও ইনভেস্ট করতে ভয় পায়। আর এই Financial Literacy না থাকার কারণে তারা ঋণের দায়ে পড়ে যায় কিংবা অর্থের সঠিক ব্যবহার না করার কারণে অর্থনৈতিক সমস্যা থেকে কখনই বের হয়ে Frinancial Freedom অর্জন করতে পারে না।
লেখক তার বই এ দেখান, বর্তমান সময়ে সারা পৃথিবীতে নর্থ আমেরিকানরা সবচেয়ে বেশি পরিশ্রম করে, এমনকি জাপানিস লোকদের চাইতেও!! সেখানকার মানুষ উপার্জনের জন্য দিনে ৩-৪ টা চাকরিও করে থাকে!! কিন্তু তারপরও ঐ অঞ্চলের Consumer Debt (ঋণ) all time High!!
তাহলে বাকেট ক্যারিং যদি এতোটাই খারাপ তাহলে আমরা কেন সবার মতোই Bruno,The Bucket man হওয়ার জন্য ছুটছি??
এর কারণ আমাদের এডুকেশন সিস্টেম, সোসাইটি এবং শিক্ষকরা আমাদের শেখায় কি করেBruno,The Bucket man মতো হতে হয়,কি করে চাকরি করে,নিজের সময় অন্যের কাছ দিয়ে ( Time Trade) উপার্জন করতে হয়। কিন্তু তারা কখনোই আমাদের“Pablo, The Pipeline Builder এর মত চিন্তা করতে শেখায় না।
আমাদের মনে হতে পারে যারা উচ্চ বেতনে চাকরি করে তারাই হয়তো সবচেয়ে বেশি সুখী আর সবচেয়ে বেশি ধনী। কিন্তু লেখক বলেন, “এমনটা মোটেই না!”।
লেখক এর মতে Secure Job, Dream Job হচ্ছে একটা ইলিউশন(কল্পনা) যা আপনাকে ছোট থেকে বুঝানো হয়।সত্য হচ্ছে আপনি যতদিন অর্থ উপার্জনের জন্য আপনার সময় বিক্রি করতে থাকবেন ততদিন পর্যন্ত আপনি কখনোই ফাইনান্সিয়াল ফ্রিডম পেতে পারবেন না, আর আপনি এই বাকেট ক্যারিং ওয়ার্ল্ডে আটকে থাকবেন। Read Other Parts:
কপিরাইট আইনের জন্য সরাসরি ডাউনলোড লিঙ্ক ওয়েবসাইটে দেয়া সম্ভব নয়।
সকল বইয়ের ফ্রি ডাউনলোড লিঙ্ক আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন।নিচের লিংকে ক্লিক করে আমাদের চ্যানেলে এড হোন,আপনার পছন্দের বইটি চ্যানেলে সার্চ করে খুঁজে নিন।
