At a Glance:
Part-1
The Concept of "Leverage"
"Leverage"শব্দটি ফ্রেঞ্চ "Lever" থেকে এসেছে। যার অর্থ "কোনকিছু হাল্কা করা"। লেভারেজ দুই ধরনের হতে পারে - ১। Time Leverage ২।Money Leverageটাইম লেভেরেজে অল্প সময়ের মধ্যে অধিক কাজ করে বেশি ইনকামের চেষ্টা করা হয়।টাইম লেভারেজের ক্লাসিক উদাহরণ হচ্ছে এমপ্লোই হায়ার করা।যেমন- আপনি যদি একটা রেস্টুরেন্ট শুরু করতে চান তবে আপনার ওয়েটার লাগবে, ম্যানেজার লাগবে,রান্না করার জন্য সেফ লাগবে। এই সব কাজ কিন্তু আপনি একা করতে পারবেন না। আর এই জন্য আপনাকে ওয়েটার,ম্যানেজার,সেফ হায়ার করতে হবে। এখানে আপনার সময় বাঁচাতে আপনি তাদের সময়ের লেভারেজ নিচ্ছেন।
আপনি এতগুলো কাজ একসাথে,একই সময়ে করতে পারতেন না অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মাঝে আপনার কাজগুলো সম্পন্ন হতো না। কিন্তু আপনি যখন লোক নিয়োগ দিচ্ছেন তখন ঠিক ওই সময়ের মাঝেই আপনি বেশি কাজ করে নিতে পারছেন অন্যের মাধ্যমে। মানি লেভারেজ এর ক্ষেত্রে আপনার জন্য আপনার টাকা কাজ করে আর সময়ের সাথে সাথে টাকার অংক বৃদ্ধি পায়। মানি লেভারেজের ক্লাসিক উদাহরন ধারণা হচ্ছে-স্টকে ইনভেস্ট করা। ওয়ারেন বাফেটের মতো বেশির ভাগ মিলিনিয়াররাই ইনভেস্টমেন্ট এর মাধ্যমে তাদের ফর্চুন তৈরি করে।মিলিনিয়াররা নিজেদের অর্থের একটা অংশ বড় সময়ের জন্য স্টকে ইনভেস্ট করেন এবং সময়ের সাথে সাথে সম্পদ বৃদ্ধি পায়।
এখন সাধারণ(Average Person Like Us) মানুষের জন্য টাকা ইনভেস্ট করা বেশির ভাগ সম্ভব নয়।অনেক ক্ষেত্রেই ইনভেস্ট করা রিস্কি, টাকা গ্রো করাও সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের মতো এভারেজ মানুষদের কাছে যথেষ্ট পরিমাণ টাকাও নেই এই রিস্ক নেয়ার মতো। কিন্তু ভালো বিষয় হচ্ছে আমাদের সবার কাছে মিলিনিয়ারদের মতো টাকা না থাকলেও আমাদের সবার সমান সময় আছে। এই সময়কে লেভারেজ করে আমরা মোটামোটি পাঁচ বছরের মাঝেই নিজেদের জন্য পাইপলাইন তৈরি করতে পারি।
Internet: The Ultimate e-PipeLine
আমরা চাইলেই এখন ইন্টারনেট ব্যবহার করে টাইম লেভারেজের মাধ্যমে পাইপ লাইন তৈরি করতে পারি, যার সাহায্যে আমরা প্রতিদিন অল্প কিছু কাজ করার মাধ্যমে আমাদের পাইপ লাইন তৈরি শুরু করতে পারি।আর আস্তে আস্তে একটা বড় ইনকাম সোর্স তৈরি করে ফেলতে পারি।এখন আমরা চাইলেই কনটেন্ট ক্রিয়েট করে আমাদের নিজেদের কথা হাজারো মানুষের কাছে পৌছে দিতে পারি, যেমনটা আমি করছি।
আপনি হয়তো কোন অটোমেটেট বিজনেজ তৈরি করতে পারেন যা আপনার উপস্থিতি ছাড়াও ভালো ভাবে চলতে পারে যেমন- অনলাইন শপ এর মাধ্যমে আমাদের পণ্যগুলো মানুষের কাছে পৌছে দিতে পারি। অনলাইনে আমাদের শপ দিনে ২৪ ঘন্টা,সপ্তাহে সাতদিনই খোলা থাকতে পারে,যা আগে কখনই সম্ভব ছিল না।কাস্টমার যখন খুশি তখন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পণ্য কিনে নিতে পারেন।আবার এমপ্লোই হায়ার করে কাস্টমারের অর্ডার পেকেজিং করা থেকে পৌঁছে দেয়া পর্যন্ত সবটাই অটোমেটেট করে দিতে পারি।
বর্তমান সময়ে পাইপলাইন তৈরি করার জন্য আমাদের ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আমরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে আমাদের নিজেদের পাইপলাইন তৈরি করে ফেলতে পারি। যার মাধ্যমে আমরা যখন খুশি তখন,যেখানে খুশি সেখানে কাজ করে টাকা উপার্জন করতে পারি।
এই পাইপলাইন বর্তমান সময়ের শ্রেষ্ঠ পাইপলাইন ,যাকে লেখক ই-পাইপলাইন বলে উল্লেখ করেছেন।
আপনি চাইলেই আপনি যখন ঘুমিয়ে থাকেন বা কোথাও ঘুরতে যান তখনও এই পাইপলাইন আপনার জন্য টাকা উপার্জন করতে থাকবে। আর এই সবই The Parable of Pipeline বইয়ে ভালো ভাবে ব্যাখ্যা করেছেন।আমাদের জীবন মান কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে আমাদের ইনকাম কতটা সাস্টেইনেবল তার উপর। তাই আমার সাজেশন থাকবে একবার হলেও এই বইটি পড়ার আর যত তারাতারি সম্ভব নিজের জন্য পাইপলাইন তৈরির কাজ শুরু করা।
Read Other Parts: