আইকন কোথাই পাই??-Where to download Icon for graphics design??
পাওয়ারপয়েন্ট স্লাইডে বুলেট পয়েন্ট ব্যবহারের চাইতেও সঠিক আইকন আপনার স্লাইডকে করে তুলতে পারে eye catching।আর এর সাথে আপনার যদি থাকে প্রেজেন্টেশন স্কিল তাহলে তো কথাই নেই!!
তবে খেয়াল রাখতে হবে আপনার আইকনগুলো হতে হবে একই ধাচের অর্থ্যাৎ থিম যেন ঠিক থাকে।স্লাইডের সবগুলো আইকন একই আইকন প্যাকেচের হলে সবচেয়ে ভালো হয়।
ধরুন স্লাইডে আইকন আছে ৫ টি আর আপনি নিচের মতো
প্রতিটা ভিন্ন ধাচের প্যাকেচ থেকে ব্যবহার করলেন!এটা শুধু আপনার প্রেজেন্টেশনের বারোটা বাজাবে না,সাথে আপনার দর্শকের চোখে আপনাকে করে তুলবে গ্রাফিক্স ডিজাইনের নুব(Noob!)।
সঠিক আইকন প্রজেন্টেশনে আপনাকে যেমন এডভান্টেজ দেয় তেমনি ভুল চয়েজ আপনার প্রেজেন্টেশন ধ্বংস করে।
তাই আইকন চয়েজের সময় আপনাকে হতে হতে খুবই প্রফেশনাল।
কিন্তুু ইন্টারনেটে আইকন খুঁজতে গেলেই যত ঝামেলা।সঠিক আইকন প্যাকেজ খুঁজে পাওয়া যায় না,পাওয়া গেলেও তা হয় পেইড।আবার সব ঠিক থাকলেও আমরা যেমন কালার চাচ্ছি তা পাই না।
আর এই সব কিছুর সমাধান করবে একটি মাত্র ওয়েবসাইটঃ
লিঙ্কঃhttps://www.flaticon.com/
সাইটটিতে আপনি পেয়ে যাবেন ট্রেন্ডিং আইকন পেকস,ওয়েবে কাজ করার টুলস।
তাছাড়া আপনি যে আইকনটি খুঁজছেন সরাসরি সার্চ বক্সে সার্চ করে নিন।আর আপনি পেয়ে যাবেন হাজার হাজার আইকন!!
তাছাড়া আপনি ফ্রিতে সাইন আপ করে নেবার পর চাইলে আইকন এর ইডিট অপশনে ক্লিক করে আইকনটির রং চেঞ্জ করে নিতে পারবেন!!
এরপর ডানের ডাউনলোড অপশন থেকে প্রয়োজনীয় ফাইল ফরমেট( PNG,CSS,SVG)ও ফাইলের সাইজ অনুযায়ী ডাউনলোড করে নিলেই হলো।
পাওয়ারপয়েন্টে ও গ্রাফিক্সের কাজে PNG Format এবং সবচেয়ে বড় সাইজ (512 px) আইকন ডাউনলোড করবেন,এতে কাজ করতে সুবিধা হয়।
আমার লাইফের রিয়েল-টাইম আপডেট পেতে ফলো করতে পারো ইন্সট্রাগ্রামে: https://www.instagram.com/shemanto_sharkar/
Support my blog: ব্লগের কন্টেন্ট এবং টেলিগ্রাম চ্যানেল যদি আপনার লাইফে কিছুটা হলেও ইম্পেক্ট ফেলে থাকে তবে আপনি চাইলে এক কাপ কফি কিনে আমাকে সাহায্য করতে পারেন,এতে করে আমি আমার ব্লগ এড ফ্রি ভাবে চালিয়ে যেতে পারবো-