Translate in Your Language

প্রজেক্ট-০০ঃ আরডুইনোর সাহায্যে সিম্পল এলইডি সার্কিট । বাতি জ্বালানো দিয়ে শুরু ! | LED with Arduino

    ইন্সট্রাক্টর




       কেনাকাটিঃ         

       কম্পনেন্ট                             নাম                           পরিমাণ        












Arduino Uno/Nano 






*১ 
LED (generic)
*১ 
Resistor 220 ohm
*১ 
       Jumper wires (generic)
*১ 


       প্রজেক্টের খুঁটিনাটি      

 এখন আমরা যে প্রজেক্ট করব, সেটা অনেকে আগেও করেছ। আচ্ছা, তােমরা খেলাচ্ছলে কখনাে ব্যাটারি আর বাতি তার দিয়ে লাগিয়ে জ্বালাওনি? অনেকেই এভাবে বাতি জ্বালিয়েছ। আমরা সেই একই কাজ করব, শুধু আমাদের ম্যানুয়ালি হাত দিয়ে করার বদলে কাজটি করবে ছােট্ট রােবট-মস্তিষ্ক (মাইক্রোকন্ট্রোলার) দিয়ে। চলাে, আমরা আমাদের উপকরণগুলাে হাতের কাছে নিয়ে নিই। তুমি তােমার কম্পিউটারে আরডুইনাে আইডিই (IDE) চালু করাে। হাতের কাছে তােমার আরডুইনাে উনাে, কিছু এলইডি বাতি (LED light emitting diode), fapie Gospe 013 (jumper wire), pong CETTE (220 Ohm resistor) আর অবশ্যই আমাদের প্রিয় সেই পাউরুটি বাের্ড (bread board) নাও।

এবার ডায়াগ্রামের মতাে করে তােমার নিজের আরডুইনাে সার্কিট সাজিয়ে ফেলাে।

প্রথমে ব্রেড বাের্ডে এলইডি বাতি বসাও। এলইডি বাতির বড় পা হচ্ছে অ্যানােড (Anode) বা পজিটিভ প্রান্ত আর ছােট পা হচ্ছে ক্যাথড (Cathode) বা নেগেটিভ প্রান্ত।

একটি এলইডি আসলে একটি ডায়ােড (Diode)। ডায়ােডের দুটি প্রান্ত থাকে ধনাত্বক প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত। এই ধনাত্মক প্রান্তকে বলা হয় অ্যানােড আর ঋণাত্মক প্রান্তকে বলা হয় ক্যাথড। সাইজের দিক থেকে অ্যানােড একটু বড় হয়। যখন এই ডায়ােডের মধ্যে সঠিকভাবে সংযােগ দেওয়া হয়, তখন এই ডায়ােড থেকে আলাে নির্গত হয়। পদার্থের ধর্মের ভিত্তিতে বিভিন্ন মৌল বিভিন্ন রঙের আলাে বিকিরণ করে থাকে। এ জন্য আমরা বাজারে বিভিন্ন রঙের সুন্দর সুন্দর এলইডি দেখতে পাই। তুমি তােমার ২২০ ওহম রােধ নাও এবং এটিকেও ব্রেড বাের্ডে যুক্ত করাে। রােধ দেওয়ার কারণ হচ্ছে এলইডি বাতি যেন অতিরিক্ত ভােল্টেজে পুড়ে না যায়, সে ব্যবস্থা করা।

ছবিতে দেখতে পাচ্ছ, আমরা জাম্পার ওয়্যার দিয়ে আরডুইনাে ১৩ নং ডিজিটাল পিনের সাথে এলইডির অ্যানােড বা বড় পা যুক্ত করেছি। ১৩ নং পিনে আমরা পজেটিভ ভােল্টেজ দেব ।আর ছােট পা যুক্ত করেছি আরডুইনাের গ্রাউন্ডের সাথে (Ground । GND) আর যেকোনাে এক পায়ের সাথে সিরিজে রােধ যুক্ত করবে। তুমি যখন এই সার্কিট বসাবে, আরডুইনাের পাওয়ার কেবল তখন খুলে রাখবে। ব্যাটারি / ইউএসবি পাওয়ার লাগানাে অবস্থায় সার্কিট বসাতে গেলে আরডুইনাে বাের্ড নষ্ট হওয়ার ভয় থাকে। পুরাে সার্কিট বসানাে হলে আরডুইনাের সাথে দেওয়া ইউএসবি কেবল দিয়ে তােমার কম্পিউটারের সাথে যুক্ত করবে। এবার আরডুইনাে আইডিই চালু করে ঝটপট নিচের কোড লিখে। আপলােড করাে।

কি, কোড আপলােড হচ্ছে না?

দেখাে তাে কোথাও কোনাে সেমিকোলন মিস করেছ নাকি? কিংবা বানান ভুল?

তবুও হচ্ছে না?

আচ্ছা, তুমি কি টুলস (tools) থেকে সঠিক পাের্ট (port) সিলেক্ট করেছ? আবার টুলস থেকে board অপশনে গিয়ে Arduino / Genuino UNO সিলেক্ট করেছ তাে?


       ডায়াগ্রাম দেখে কম্পনেন্টগুলো সাজিয়ে ফেল !     


       কোড মিলিয়ে নেও     

      সিমুলেশনে দেখে নেও সবকিছু ঠিক থাকলে কেমন দেখাবে !  



🚩আমার লাইফের রিয়েল-টাইম আপডেট পেতে ফলো করতে পারো ইন্সট্রাগ্রামে: https://www.instagram.com/shemanto_sharkar/ 🤝Support my blog: ব্লগের কন্টেন্ট এবং টেলিগ্রাম চ্যানেল যদি আপনার লাইফে কিছুটা হলেও ইম্পেক্ট ফেলে থাকে তবে আপনি চাইলে এক কাপ কফি কিনে আমাকে সাহায্য করতে পারেন,এতে করে আমি আমার ব্লগ এড ফ্রি ভাবে চালিয়ে যেতে পারবো-

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

বিশেষ ছাড়ে ডিজিটাল প্রোডাক্ট কিনতে এখানে ক্লিক করুন!!

Shemanto Sharkar