এখন আমরা পাইথনের প্রথম প্রােগ্রামটি লিখবাে। তোমরা নিশ্চয়ই প্রোগ্রামারদের প্রথম প্রোগ্রাম Hello World! এর নাম শুনেছ।এটীকে প্রোগ্রামারদের বংশরীতি বলতে পারো। সেই রীতি মেনেই আমাদের প্রােগ্রামটিও হবে একটি ছােট্ট প্রােগ্রাম, যা Hello World! কথাটি স্ক্রিনে প্রিন্ট করাবো।এর মাধ্যমে আমরা দেখব কি করে পাইথনে কোন আউটপুট দেখাতে হয়। আউটপুট দেখাতে যে ফাংশনটি ব্যবহার করা হয় তা হচ্ছে print() Pycharm বা তোমার কাছ থাকা IDE টি চালু করো। আমরা লিখব -
এবার Run চেপে দেখো কি আসে।
এবার একটা ছোট্ট বিষয় মনে রাখ-
Hello World! বা অন্য কোন বাক্য হচ্ছে String(পরে আরো ভালোভাবে বুঝবে),তাই print করার সময় ডাবল কোটেশন সাইন("_") দেয়া হয়েছে।
আমরা যদি সংখ্যা (Number) প্রিন্ট করাতে চাই তবে তার জন্য ডাবল কোটেশন সাইন("_") দেয়া লাগে না।
উপরের IDE নিচের মতো সংখ্যা প্রিন্ট করে দেখ কি আসে-

Support my blog: ব্লগের কন্টেন্ট এবং টেলিগ্রাম চ্যানেল যদি আপনার লাইফে কিছুটা হলেও ইম্পেক্ট ফেলে থাকে তবে আপনি চাইলে এক কাপ কফি কিনে আমাকে সাহায্য করতে পারেন,এতে করে আমি আমার ব্লগ এড ফ্রি ভাবে চালিয়ে যেতে পারবো-