Translate in Your Language

০১।পাইথন প্রোগ্রামিং - পাইথন দিয়ে প্রথম প্রােগ্রামঃ Hello World!

 এখন আমরা পাইথনের প্রথম প্রােগ্রামটি লিখবাে। তোমরা নিশ্চয়ই প্রোগ্রামারদের প্রথম প্রোগ্রাম Hello World! এর নাম শুনেছ।এটীকে প্রোগ্রামারদের বংশরীতি বলতে পারো। সেই রীতি মেনেই আমাদের প্রােগ্রামটিও হবে একটি ছােট্ট প্রােগ্রাম, যা Hello World! কথাটি স্ক্রিনে প্রিন্ট করাবো।এর মাধ্যমে আমরা দেখব কি করে পাইথনে কোন আউটপুট দেখাতে হয়। আউটপুট দেখাতে যে ফাংশনটি ব্যবহার করা হয় তা হচ্ছে print() Pycharm বা তোমার কাছ থাকা IDE টি চালু করো। আমরা লিখব -

print("Hello World!")

এবার Run চেপে দেখো কি আসে।




কনগ্রেটস!! তুমি তোমার প্রথম পাইথন প্রোগ্রামটি করে ফেলেছ। এবার উপরের IDE তে Hello World! মুছে নিজের নাম আর তোমার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রিন্ট করে স্ক্রিনশট নিয়ে ফেল আর এই ব্লগের/টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট সেকশনে দিয়ে দাও কিংবা মেইল করো shemantosharkarofficial@gmail.com এই এড্রেসে,তোমার জন্য থাকবে আমার তরফ থেকে একটি গিফট!

এবার একটা ছোট্ট বিষয় মনে রাখ-
Hello World! বা অন্য কোন বাক্য হচ্ছে String(পরে আরো ভালোভাবে বুঝবে),তাই print করার সময় ডাবল কোটেশন সাইন("_") দেয়া হয়েছে।
আমরা যদি সংখ্যা (Number) প্রিন্ট করাতে চাই তবে তার জন্য ডাবল কোটেশন সাইন("_") দেয়া লাগে না।
উপরের IDE নিচের মতো সংখ্যা প্রিন্ট করে দেখ কি আসে-
print(500)
🚩আমার লাইফের রিয়েল-টাইম আপডেট পেতে ফলো করতে পারো ইন্সট্রাগ্রামে: https://www.instagram.com/shemanto_sharkar/

🤝Support my blog: ব্লগের কন্টেন্ট এবং টেলিগ্রাম চ্যানেল যদি আপনার লাইফে কিছুটা হলেও ইম্পেক্ট ফেলে থাকে তবে আপনি চাইলে এক কাপ কফি কিনে আমাকে সাহায্য করতে পারেন,এতে করে আমি আমার ব্লগ এড ফ্রি ভাবে চালিয়ে যেতে পারবো-


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

বিশেষ ছাড়ে ডিজিটাল প্রোডাক্ট কিনতে এখানে ক্লিক করুন!!

Shemanto Sharkar