Translate in Your Language

০৮।পাইথন প্রোগ্রামিং - Dictionary

      ডিকশনারি ( Dictionary )    

ডিকশনারিও লিস্ট,ট্যুপলের মতোই পাইথনের একটি ডেটা কালেকশনের একটি পদ্ধতি। লিস্ট,ট্যুপলের সাথে ডিকশনারির স্ট্রাকচারের পার্থক্য হচ্ছে লিস্টে স্কয়ার ব্র্যাকেট [ ] ,ট্যুপলে প্যারানথিসিস ( ) আর ডিকশনারিতে কার্লি ( Curly) ব্র্যাকেট ব্যবহার করা হয়।

লিস্ট আর ট্যুপলে আমরা ইন্ডেক্স নাম্বার নিয়ে কাজ করলেও ডিকশনারিতে ইন্ডেক্স নাম্বারের পরিবর্তে প্রতিটি ডেটার জন্য কাস্টম কী ( Key) দেয়া হয়  এবং ঐ কী দিয়ে প্রতিটি ডেটাকে এক্সেস করা হয়।

সহজ ভাষায়, প্রতিটি ডেটাকে আলাদা আলাদা নাম দেয়া হইয়,যখন ঐ ডেটা ব্যবহারের প্রয়োজন পড়ে তখন ঐ নাম (key) ধরে ডাকা হয়।

স্ট্রাকচার-

ডিকশনারির_নাম={ " কী-১ " : " ভ্যালু " , # কী এবং ভ্যালু দুইটির ক্ষেত্রেই কোটেশন মার্ক দিতে হবে " কী-২ " : " ভ্যালু " , " কী-৩ " : " ভ্যালু " ,........." কী-N " : " ভ্যালু " } #কোড পরিষ্কার দেখানোর জন্য উপর-নিচে লিখা হয়েছে,পাশাপাশি লিখলেও কোন সমস্যা নেই,দুই ভাবেই লিখা যাবে
এবার আমারা যদি  কোন ভ্যালু এক্সেস করতে চাই তবে ইন্ডেক্স নাম্বারের পরিবর্তে কোটেশনের ভেতর ঐ কী (Key)  টি লিখা হয়। 

print(ডিকশনারির_নাম) #পুরো ডিকশনারি প্রিন্ট করছি print(ডিকশনারির_নাম [ "কী"] ) #একটি স্পেসিফিক ডেটা প্রিন্ট করছি



🚩  আমার লাইফের রিয়েল-টাইম আপডেট পেতে ফলো করতে পারো ইন্সট্রাগ্রামে:https://www.instagram.com/shemanto_sharkar/ 🤝Support my blog: ব্লগের কন্টেন্ট এবং টেলিগ্রাম চ্যানেল যদি আপনার লাইফে কিছুটা হলেও ইম্পেক্ট ফেলে থাকে তবে আপনি চাইলে এক কাপ কফি কিনে আমাকে সাহায্য করতে পারেন,এতে করে আমি আমার ব্লগ এড ফ্রি ভাবে চালিয়ে যেতে পারবো-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

বিশেষ ছাড়ে ডিজিটাল প্রোডাক্ট কিনতে এখানে ক্লিক করুন!!

Shemanto Sharkar